শিরোনাম
ফেনীতে নতুন করে করোনা শনাক্ত আরো ৩২
প্রকাশ : ১৯ জুলাই ২০২০, ২০:০৫
ফেনীতে নতুন করে করোনা শনাক্ত আরো ৩২
ফেনী প্রাতনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীতে নতুন করে আরো ৩২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় নতুন করে ১২ জন সুস্থ হয়েছেন এবং আরো দুইজন মারা গেছেন।


রবিবার (১৯ জুলাই) জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় ৫৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।


সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ইউসুফ বলেন, রবিবার নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাব থেকে ১৪৭ জনের প্রতিবেদন আসে। এর মধ্যে ৩২ জনের করোনা পজিটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় চারজন, দাগনভূঞায় তিনজন, সোনাগাজীতে চারজন, ছাগলনাইয়ায় ছয়জন, পরশুরামে নয়জন ও ফুলগাজীতে ছয়জন।


পরিসংখ্যানবিদ মো. ইউসুফ আরো বলেন, রবিবার পর্যন্ত ছয় হাজার ১৭৫ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে পাঁচ হাজার ৮৫৯ জনের নমুনা পরীক্ষা করে এক হাজার ৮৫ জনের করোনা শনাক্ত করা হয়।


এ পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪০৯ জন, সোনাগাজীতে ১৮২ জন, দাগনভূঞায় ২২৪ জন, ছাগলনাইয়ায় ১৩১ জন, ফুলগাজী ৬১ জন ও পরশুরামে ৬৩ জন এবং ফেনীর বাইরে অন্য জেলার ১৫ জন। এদের মধ্যে ৬৯৮ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ও ২৬ জনের মৃত্যু হয়েছে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com