শিরোনাম
গৌরীপুরে পশুর হাটে মানা হচ্ছে না স্বাস্থবিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২০, ১৭:৪৪
গৌরীপুরে পশুর হাটে মানা হচ্ছে না স্বাস্থবিধি
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের গৌরীপুরে পশুর হাটে স্বাস্থবিধি না মেনেই চলছে বেচাকেনা। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান পরিস্থিতিতে সকাল থেকে রাত পর্যন্ত হাটবাজারগুলোতে জনসমাগম লেগেই থাকে। এতে করে করোনা পরিস্থিতির আরো অবনতির শঙ্কা করছেন বিশেষজ্ঞরা।


সরেজমিন ঘুরে দেখা যায়, মাছ বাজার, গরুর হাটবাজারে বিক্রিতা ও ক্রেতাসহ রিক্সাচালক, অটোরিক্সা চালক কানে মাস্ক ঝুলিয়ে রেখেছে কিন্ত নাক ও মুখ ঢাকা নেই। রবিবার (১৯ জুলাই) সকালে উপজেলার পৌরশহরে গিয়েও এই চিত্র দেখা যায়। পাশাপাশি উপজেলার হাটবাজারে এমন চিত্র চোখে পড়ে। তবে মুখে মাস্ক পরিহিত অবস্থায়ও দেখা গেছে অনেককে।


কলতাপাড় বাজারে দোকানি আব্দুর রহমান বলেন, অভ্যাস নেই তো, মাস্ক পড়ে ক্রেতার সঙ্গে কথা বলতে সমস্যা হয়। আরেক দোকানি মজিবর রহমান বলেন, মাস্ক না থাকলে পুলিশ দোকানদারি করতে দেয় না। তাই মাস্ক সঙ্গে রাখি।


রামগোলপুরের অতুল চন্দ্র বলেন, এখন মাস্ক না থাকলে বিপদ মনে করছে সবাই। তবে করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে নয়, হাটবাজারে প্রশাসনের ভয়ে মাস্ক নিয়ে আসছে সবাই। তবে মাক্স মুখে দিতে সবার মাঝে অনিহা লক্ষ্য করা গেছে।


বিবার্তা/কবির/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com