শিরোনাম
করোনায় কুমিল্লা মেডিকেলে আরো ৪ জনের মৃত্যু
প্রকাশ : ১৯ জুলাই ২০২০, ১৫:৫৬
করোনায় কুমিল্লা মেডিকেলে আরো ৪ জনের মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়েছে। হাসপাতালের আইসিইউতে করোনা আক্রান্ত এক ব্যক্তিসহ দুইজন, উপসর্গে আইসোলেশন ওয়ার্ডে একজন এবং করোনা ওয়ার্ডে একজনের মৃত্যু হয়।


রবিবার (১৯ জুলাই) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মোয়াজ্জেম বলেন, সুরুজ মিয়া (৮৫) নামে এক বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে করোনা ইউনিটের আইসিইউতে মারা যান। তিনি জেলার দাউদকান্দি উপজেলার বাসিন্দা। এছাড়া করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আবুল কালাম (৫৫), কুমিল্লা নগরীর কালিয়াজুরী পারভীন আক্তার (৫০) এবং লাকসাম উপজেলার রোশন আরা (৪০)।


এ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৩৬ জন। এর মধ্যে অধিকাংশ করোনার উপসর্গ নিয়ে মারা গেছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com