শিরোনাম
সিরাজগঞ্জে সেমাই কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
প্রকাশ : ১২ জুলাই ২০২০, ২১:২৬
সিরাজগঞ্জে সেমাই কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অস্বাস্থ্যকর, মানহীন সেমাই তৈরির অভিযোগে ‘বৈশাখী লাচ্চা সেমাই’ কারখানায় অভিযান চালিয়েছে সিরাজগঞ্জ জেলা এনএসআই। এ সময় কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।


রবিবার (১২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপিতে ‘বৈশাখী লাচ্চা সেমাই’ নামে একটি সেমাই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন সেমাই উৎপাদন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এনএসআই এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে র‌্যাব-১২ ও সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার অধিদফতরের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।


উক্ত অভিযানে বর্ণিত কারখানায় অস্বাস্থ্যকর অবস্হায় সেমাই প্রস্তুত, কারখানা স্যাঁতসেতে, শ্রমিকদের কারোরই কোনো রকমের ড্রেস কোড না মানা, মানহীন বনস্পতি দিয়ে সেমাই তৈরি করার অপরাধে কারাখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com