শিরোনাম
চট্টগ্রামে বিসমিল্লাহ ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা, গুদাম সিলগালা
প্রকাশ : ১২ জুলাই ২০২০, ২১:০৯
চট্টগ্রামে বিসমিল্লাহ ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা, গুদাম সিলগালা
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম মহানগরীতে ভেজাল ও নকল শিশুখাদ্য উৎপাদনকারী বিসমিল্লাহ ফুডস নামক প্রতিষ্ঠানে এএসআই ও ভোক্তা অধিদফতর যৌথ অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান এবং গুদাম সিলগালা করেছে।


রবিবার (১২ জুলাই) বেলা ১১ টা ৩০ মিনিটে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন ছদু চৌধুরী রোড, সাগরিকা এলাকায় এনএসআই চট্টগ্রাম মেট্রো শাখার তথ্যের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও এনএসআই'র যৌথ সমন্বয়ে নকল শিশু খাদ্য তৈরির কারখানা বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসে অভিযান চালায়।


অভিযানে কারখানাটিতে বিপুল পরিমাণ ( প্রায় পঞ্চাশ হাজার নকল ডিং ডং চিপসের প্যাকেট) ও মেয়াদোত্তীর্ণ চিপসের প্যাকেট, চিপস তৈরির কাঁচামাল ও অন্যান্য নকল শিশু খাদ্য জব্দ করে বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসের মালিক এস এম কাসেমের উপস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২,৪৩,৫০ ও ৫১ ধারা মোতাবেক তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং কারখানা ও গুদামটি সিলগালা করে দেয়া হয়। বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসের অপর মালিক জয়নাল আবেদিন পালিয়ে যায়।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com