শিরোনাম
শেবাচিম হাসপাতালে করোনা ইউনিটে পাঁচ জনের মৃত্যু
প্রকাশ : ১২ জুলাই ২০২০, ১৮:৩৭
শেবাচিম হাসপাতালে করোনা ইউনিটে পাঁচ জনের মৃত্যু
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাত্র ১০ ঘন্টার ব্যবধানে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করেনা ইউনিটে এক নবজাতকসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নবজাতকসহ দুজন করোনায় আক্রান্ত এবং অপর তিনজন উপসর্গ নিয়ে মারা গেছে। তিনজনের দেহের নমুনা শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।


শেবাচিম হাসপাতালের তথ্য অনুযায়ী, বরিশাল নগরীর নবজাতক শিরিন আক্তার (১৭ দিন বয়স) ৬ জুলাই রাতে ভর্তি হয়। এরপর তার দেহে করোনা ভাইরাস সনাক্ত হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল দশটায় শিরিনের মৃত্যু হয়। গত ২৮ জুন ঝালকাঠির নলছিটি উপজেলা লুৎফর রহমান (৬০) ভর্তি হয়েছিলেন। তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি মেলে। তিনি রবিবার মধ্য রাতে চিকিৎনাধীন অবস্থায় মারা যান।


এদিকে করোনার উপসর্গে নিয়ে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১টায় মারা যান বৃদ্ধ লুৎফর রহমান। আর সকাল ৭টায় ঝালকাঠীর রাজাপুর উপজেলার বৃদ্ধা সুফিয়া বেগম ও গৌরনদী উপজেলার বৃদ্ধ কদম আলীর মৃত্যু হয়।


বিবার্তা/জসিম/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com