শিরোনাম
হবিগঞ্জে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ করোনা শনাক্ত আরো ২৯
প্রকাশ : ১০ জুলাই ২০২০, ২০:৪৫
হবিগঞ্জে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ করোনা শনাক্ত আরো ২৯
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হবিগঞ্জে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৯১ জন। এর মধ্যে মারা গেছেন ছয়জন।


শুক্রবার (১০ জুলাই) বিকেলে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, নতুন আক্রান্ত ২৯ জনের মধ্যে হবিগঞ্জ সদরের ১৪, মাধবপুরের ৭, চুনারুঘাটের ৩, নবীগঞ্জের ৩ ও বাহুবল উপজেলার দু’জন আছেন। এদের মধ্যে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।


জেলা স্বাস্থ্য বিভাগের হিসাবে, গত ১১ এপ্রিল থেকে হবিগঞ্জে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৬৭ জন ও মারা গেছেন ছয়জন। তবে মারা যাওয়াদের মধ্যে দু’জন ছিলেন ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com