শিরোনাম
ঝিনাইদহে করোনা শনাক্ত আরো ৩, উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
প্রকাশ : ০৯ জুলাই ২০২০, ২০:০৩
ঝিনাইদহে করোনা শনাক্ত আরো ৩, উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের পাড়া মহল্লায় করোনাভাইরাস সংক্রমন ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘন্টার ব্যবধানে মারা গেছেন ৩ জন এবং উপসর্গ নিয়ে ১জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। এই নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৮জনে।


বৃহস্পতিবার (৯ জুলাই) ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডা. প্রসেঞ্জিত এ তথ্য জানান।


এদিকে বৃহস্পতিবার দুপুরে আদর্শপাড়ায় মামুন নামে এক যুবক করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তিনি ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রণকের বড় ভাই। পারিবারিক সুত্রে জানা গেছে, ৭ দিন ধরে মামুন করোনা উপসর্গ নিয়ে রোগে ভুগছিলেন।


ঝিনাইদহ শহরের বিভিন্ন পাড়ায় ছড়িয়ে পড়েছে করোনা। বৃহস্পতিবার পর্যন্ত ঝিনাইদহ সদরে ১৩১ জন, কালীগঞ্জে ১২০জন, শৈলক‚পায় ৫৪ জন, কোটচাদপুরে ২৫ জন, মহেশপুরে ২০ জন এবং হরিণাকুন্ডুতে ১৬ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ১২১ জন।


বিবার্তা/কোরবান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com