শিরোনাম
সাপের ছোবলে অন্তসত্ত্বা গৃহবধূর মৃত্যু
প্রকাশ : ০৯ জুলাই ২০২০, ১৭:৪০
সাপের ছোবলে অন্তসত্ত্বা গৃহবধূর মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের সখীপুরে বিষধর সাপের ছোবলে শারমিন আক্তার (১৯) নামের এক অন্তসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে।


বুধবার (৮ জুলাই) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ওই গৃহবধূর উপজেলার দাড়িয়াপুর গ্রামের শরীফ হোসেনের স্ত্রী। পরিবারসূত্রে জানা যায়, ওই গৃহবধূ তিন মাসের অন্তসত্ত্বা ছিলেন।


জানা যায়, ওই গৃহবধূ স্বামীর বাড়ি উপজেলার দাড়িয়াপুরে সন্ধ্যার দিকে মুরগির খোয়াড়ের (মুরগি পালনের ছোট ঘর) দরজা আটকাতে গেলে একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। সাপের ছোবলে ওই গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেললে সখীপুর পৌর শহরের একটি ওষুধের দোকান থেকে সাপে কাটার ভ্যাকসিন দেন। এতে তার অবস্থার কোনো উন্নতি না হওয়ায় রাত নয়টার দিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মঞ্জরুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।


বিবার্তা/তোফাজ্জল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com