শিরোনাম
সিলেটে ছয় চিকিৎসকসহ করোনা আক্রান্ত আরো ১২৭
প্রকাশ : ০৯ জুলাই ২০২০, ০৮:৪৫
সিলেটে ছয় চিকিৎসকসহ করোনা আক্রান্ত আরো ১২৭
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটে ছয় চিকিৎসকসহ আরো ১২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৪৬ জন সিলেট জেলার, ২০ জন সুনামগঞ্জের, হবিগঞ্জের ২৮ জন ও ৩৩ জন মৌলভীবাজারের। এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৫৮১ জন।


বুধবার (৮ জুলাই) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, এদিন ৯৪ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা পজিটিভ আসে।


একই দিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ল্যাবে ১৮৩টি নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা শনাক্ত করা হয়। এর মধ্যে ১২ জন সিলেটের ও সুনামগঞ্জের ২০ জন।


এছাড়া ঢাকার একটি পিসিআর ল্যাব থেকে হবিগঞ্জের ২৮ জন ও মৌলভীবাজারের আরও ৩৩ জনের করোনা শনাক্ত আসে।


স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ৫ এপ্রিল থেকে এ পর্যন্ত বিভাগের মধ্যে আক্রান্ত হয়েছেন সিলেট জেলায় ২ হাজার ৯৭৩ জন, সুনামগঞ্জে ১ হাজার ১৩৮, হবিগঞ্জে ৬০৩ এবং মৌলভীবাজারে ৮৬৪ জন।


এদিকে, এ বিভাগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন। মারা যাওয়াদের মধ্যে ৭৫ জন সিলেট জেলার, ৮ জন সুনামগঞ্জের এবং হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৬ জন করে। আর সুস্থ হয়ে ফিরেছেন মোট ১৯৮২ জন। এর মধ্যে সিলেটে ৫৯১, সুনামগঞ্জে ৭৪৩, হবিগঞ্জে ৩১৩ এবং মৌলভীবাজারে ৩৩৫ জন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com