শিরোনাম
টাঙ্গাইলে পৌর মেয়র ও পুলিশসহ ৪৪ জনের করোনা শনাক্ত
প্রকাশ : ০৮ জুলাই ২০২০, ১৩:৪৭
টাঙ্গাইলে পৌর মেয়র ও পুলিশসহ ৪৪ জনের করোনা শনাক্ত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে নতুন করে সখীপুর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের একজন পুলিশ পরিদর্শক, একজন এএসআই ও একজন পুলিশ কনস্টেবল এবং ঘাটাইলে একজন স্বাস্থ্যকর্মীসহ মোট ৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।


এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৮৩৭ জন। আক্রান্তরা হলো, টাঙ্গাইল সদরে ১৫জন, নাগরপুরে ১জন, দেলদুয়ারে ১জন, মধুপুরে ৭জন, ভূঞাপুরে ১জন, গোপালপুরে ২জন, সখীপুরে ৪জন, মির্জাপুরে ১১জন। ঘাটাইলে ২জন।


বুধবার ( ৮ জুলাই ) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।


সিভিল সার্জন জানান, এদের মধ্যে সুস্থ হয়েছে ৪১০ জন। মোট মারা গেছে ১৭ জন। বাড়িতে ও আইসোলেশনে চিকিৎসাধীন আছে ৩৯২ জন। নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে ১১৫টি। হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে সর্বমোট ২৮ জন ভর্তি হয়। তাদের মধ্যে ১৯ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


বিবার্তা/তোফাজ্জল/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com