শিরোনাম
গোপালগঞ্জে নতুন করে চিকিৎসকসহ করোনা শনাক্ত ৩১
প্রকাশ : ০৬ জুলাই ২০২০, ১৭:৫৫
গোপালগঞ্জে নতুন করে চিকিৎসকসহ করোনা শনাক্ত ৩১
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জে নতুন করে একজন চিকিৎসকসহ ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩০ জনে।


সোমবার (৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, নতুন আক্রান্ত ৩১ জনের মধ্যে গোপালগঞ্জ সদরে ৭, টুঙ্গিপাড়ায় ১১, কোটালীপাড়ায় ৫ ও মুকসুদপুর উপজেলায় রয়েছেন ২ জন। আক্রান্তদের আইসোলেশনে নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।


সিভিল সার্জন জানান, মোট আক্রান্ত ৮৩০ জনের মধ্যে জেলা সদরে ২৩৩ জন, টুঙ্গিপাড়ায় ১৩৩, কোটালীপাড়ায় ১২৬, মুকসুদপুরে ১৮২ ও কাশিয়ানী উপজেলায় ১৫৬ রয়েছেন।


এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৫২ জন ও অন্য ৩৬৫ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসাধীন এবং মৃত্যুবরণ করেছেন ১৩ জন। এর মধ্যে জেলা সদরে ৩, টুঙ্গিপাড়ায় ৩, কোটালীপাড়ায় ১, কাশিয়ানীতে ২ ও মুকসুদপুর উপজেলায় ৪ জন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com