শিরোনাম
বগুড়ায় নতুন করে করোনা শনাক্ত আরো ৬৮
প্রকাশ : ০৬ জুলাই ২০২০, ১৬:২৮
বগুড়ায় নতুন করে করোনা শনাক্ত আরো ৬৮
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে আরো ৬৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বগুড়ায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৭৫ জনে।


সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মুখপাত্র ডা. ফারজানুল ইসলাম।


তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৬ জনের করোনা পজিটিভ আসে এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৯৪টি নমুনার মধ্যে ৪২ জনসহ মোট ৬৮ জনের পজিটিভ এসেছে।


জানা যায়, নতুন করে আক্রান্ত ৬৮ জনের মধ্যে সদর উপজেলার রয়েছেন ৪৭ জন। এছাড়া শেরপুর উপজেলার ১২ জন, শাজাহানপুর উপজেলার ছয়জন, শিবগঞ্জ উপজেলার দুইজন ও কাহালু উপজেলার একজন রয়েছেন।


ডা. ফারজানুল আসলাম জানান, নতুন আক্রান্তদের নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হবে। তবে কারও অবস্থা জটিল মনে হলে তাকে সঙ্গে সঙ্গে আইসোলেশন ইউনিট ২৫০ শয্যা বিশিষ্ট বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে স্থানান্তর করা হবে।


বিবার্তা/এসএ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com