শিরোনাম
সাতক্ষীরায় পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ০৬ জুলাই ২০২০, ১৪:৩৬
সাতক্ষীরায় পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।


সোমবার (৬ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের পাকাপুলের উপর সাতক্ষীরা সচেতন নাগরিক সমাজের ব্যান্যারে এ কর্মসুচি পালিত হয়।


সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, নাগরিক আন্দোলন মঞ্চের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ শিবপদ গাইন, সিপিবি’র সাতক্ষীরা জেলা শাখার সম্পাদক মশিউর রহমান পলাশ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি রাশেদুজ্জামান রাশি, পৌর শাখার সভাপতি নূরুল হক, নাগরিক আন্দোলন মঞ্চের যুগ্ম সম্পাদক রওনক বাসার, প্রথম আলো বন্ধু সভার সভাপতি জাহিদা জাহান মৌ, সহ-সভাপতি আবুল হোসেন, গ্রাম ডাক্তার শফিকুল ইসলাম প্রমুখ।


বক্তারা বলেন, সাতক্ষীরায় করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। খুলনা পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার চাপ বেশি থাকায় মাছে মাঝে নমুনা সংগ্রহ বন্ধ রাখতে হয়েছিল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হলেও ল্যাবের ক্ষমতার বাইরে নমুনা সংগ্রহীত হওয়ায় সেখানেও নমুনা পরীক্ষা যথাযথভাবে করা যাচ্ছে না। এহেন সাতক্ষীরাবাসীকে বাঁচাতে মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন জরুরী হয়ে পড়েছে। সাতক্ষীরাবাসীর দাবি এখন একটাই দ্রুত পিসিআর ল্যাব স্থাপন চাই।


এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।


বিবার্তা/সেলিম/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com