শিরোনাম
চাঁপাইয়ে সাবেক স্বামীর হামলায় কলেজছাত্রী নিহত
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৬, ১৫:৪৭
চাঁপাইয়ে সাবেক স্বামীর হামলায় কলেজছাত্রী নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর বাজার এলাকায় সাবেক স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন মহিপুর ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী ফারজানা খাতুন সীমা (২২)। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে বাবার বাড়িতে আক্রমণের শিকার হন সীমা।


এ সময় তাকে রক্ষায় এগিয়ে এলে মা দেলোয়ারা বেগম (৫০) ও ভাই কামরুল ইসলামও (২০) হামলার শিকার হন। এর মধ্যে দেলোয়ারা বেগমের অবস্থা সংকটাপন্ন। রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


এ ঘটনায় পুলিশ সীমার সাবেক স্বামী সুমন আলীকে (২৫) আটক করেছে। তিনি চৈতন্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিয়ন পদে চাকরি করেন।


এ ঘটনায় নিহতের ভাই কামরুল ইসলাম শনিবার শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।


নিহতের ভাই কামরুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, ২০১২ সালে চৈতন্যপুর গ্রামের নুরুল ইসলাম কাঁচুর মেয়ে ফারজানা খাতুন সীমার সাথে বিয়ে হয় একই গ্রামের আমির হোসেনের ছেলে সুমন আলীর। পরে ২০১৫ সালে তাদের বিচ্ছেদ ঘটে। তাদের সিয়াম নামে আড়াই বছর বয়সের একটি ছেলে আছে।


শুক্রবার রাতে ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে হামলা করেন সুমন। এ সময় আক্রান্তদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে ধারালো অস্ত্রসহ সুমনকে ধরে পুলিশে খবর দেয়।


নিহতের পরিবারের অভিযোগ, বিবাহ বিচ্ছেদের পর থেকে মাঝে-মধ্যেই ঝামেলা করতেন সুমন। কয়েকদিন আগেও তিনি হুমকি দিয়েছিলেন।


তবে, স্থানীয় অন্য একট সূত্রে জানা যায়, শিশুটিকে মাঝে-মাঝে দেখতে যাওয়া নিয়ে কলহের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।


বিবার্তা/পিংকু/জেমি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com