শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসকদের কর্মবিরতি
প্রকাশ : ০২ জুলাই ২০২০, ১৯:১১
ঠাকুরগাঁওয়ে ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসকদের কর্মবিরতি
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিইউএমএস এর চিকিৎসক ডাক্তার মো. মিজানুর রহমানকে হয়রানি করার প্রতিবাদে দেশব্যাপী বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক গ্রাজুয়েট চিকিৎসক সমন্বয় পরিষদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে একঘন্টা কর্মবিরতি পালিত হয়েছে।


বৃহস্পতিবার (২ জুলাই) ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন ডাক্তার জিপি সাহাসহ অন্যান্য চিকিৎসকরা।


ডাক্তার জিপি সাহা জানান, পাঁচ বছর একাডেমিক ও একবছর ইর্ন্টান মোট ছয়বছর শিক্ষা গ্রহণের পরও প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছেন ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসকরা। দেশে প্রায় সাড়ে নয়শত ইউনানী আয়ুর্বেদিক গ্রাজুয়েট ও চার হাজার ডিপ্লোমা চিকিৎসক সেবা দিয়ে যাচ্ছেন। অথচ বিএনডিসি এর মতো কাউন্সিল না থাকায় হয়রানিতে পড়তে হচ্ছে তাদের।


ভারত, নেপাল, ভুটান সহ অন্যান্য দেশে এর কাউন্সিল রয়েছে। কিন্তু বাংলাদেশে কোন কাউন্সিল না থাকায় কর্মক্ষেত্রে নানা হয়রানির শিকার হচ্ছেন চিকিৎসকরা। তাই হয়রানি বন্ধে দ্রুত প্রয়োজনিয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।


বিবার্তা/বিধান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com