শিরোনাম
স্বাস্থ্যবিধি না মানায় দৌলতপুরে ৬ জনকে অর্থদণ্ড
প্রকাশ : ০১ জুলাই ২০২০, ২৩:০৩
স্বাস্থ্যবিধি না মানায় দৌলতপুরে ৬ জনকে অর্থদণ্ড
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে করোনা স্বাস্থ্যবিধি না মানায় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক দোকানদারসহ ছয় জনের চার হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ অর্থদণ্ড করেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, করোনা স্বাস্থ্যবিধি না মানায় খলিশাকুন্ডি বাজারে পাঁচটি মামলায় ১৮৬০ সনের দণ্ডবিধি ২৬৯ ধারায় পাঁচ জনকে ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার। একই সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় এক ব্যবসায়ীর ২০০০ টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক শারমিন আক্তার।


দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, করোনা স্বাস্থ্যবিধি না মানায় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৃথক ছয়টি মামলায় চার হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। একইসাথে তাদের সতর্ক করা হয়েছে।


বিবার্তা/শরীফুল/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com