শিরোনাম
সিরাজগঞ্জে নিখোঁজের সাত ঘণ্টা পর নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার
প্রকাশ : ৩০ জুন ২০২০, ১২:০৩
সিরাজগঞ্জে নিখোঁজের সাত ঘণ্টা পর নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জে নিখোঁজের সাত ঘণ্টা পর কাওসার রহমান (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।


সোমবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। কাওসার চাঁপাইনবাবগঞ্জ সদরের বাগডাঙ্গা ইউনিয়নের গড়াইপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ছালাভরা এলাকায় নির্মাণাধীন পরিবার পরিকল্পনা ট্রেনিং সেন্টারে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।


জানা যায়, সোমবার বেলা এগারোটায় সঙ্গীয় কাজিপুরে নির্মাণাধীন ম্যাটসে কর্মরত কাওসার শ্রমিকদের নিয়ে পার্শ্ববর্তী পুকুরে (ইনতুল্যা দও) গোসল করতে গেলে পানিতে ডুবে নিখোঁজ হয়।


কাজিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন জানান, ওই ট্রেনিং সেন্টারে কর্মরত নির্মাণ শ্রমিকদের মধ্যে কাওয়াসহ তিনজন দুপুরে পার্শ্ববর্তী পুকুরে (ইনতুল্যা দও) গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হন কাওসার। খবর পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। অভিযানের সাত ঘণ্টা পর সন্ধ্যার দিকে কাওসারের মরদেহ উদ্ধার করা হয়।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com