শিরোনাম
চিকিৎসক ও পুলিশ সদস্যসহ বরিশালে নতুন শনাক্ত ৫৫, সুস্থ ২৩
প্রকাশ : ৩০ জুন ২০২০, ১০:১৬
চিকিৎসক ও পুলিশ সদস্যসহ বরিশালে নতুন শনাক্ত ৫৫, সুস্থ ২৩
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চিকিৎসক-নার্স ও পুলিশের সদস্যসহ বরিশালে নতুন করে ৫৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল জেলায় মোট ১ হাজার ৫১৪ জনের করোনা শনাক্ত হলো।


এছাড়া সোমবার (২৯ জুন) ২৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থতা লাভ করেছে। ফলে এ পর্যন্ত বরিশাল জেলায় মোট ২৯৬ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। পাশাপাশি মৃত্যুবরণকারী ১ ব্যক্তির করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ এসেছে। ফলে এ জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২৩ জনে গিয়ে দাঁড়িয়েছে।


সোমবার (২৯ জুন) দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, বরিশাল জেলায় নতুন আক্রান্ত ৫৫ জনের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৫ জন, জেলা পুলিশের ৫ জন ও রেঞ্জ পুলিশের ২ জন সদস্য রয়েছেন।


বাকি আক্রান্তদের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১ জন চিকিৎসক, জেনারেল হাসপাতালের ১ জন স্টাফ, বানারীপাড়া উপজেলায় ১ জন নার্স ও বরিশাল সদর উপজেলার ১ জন স্বাস্থ্য সহকারী রয়েছেন।


বাকিদের মধ্যে বরিশাল নগরের সদর রোড, নথুল্লাবাদ, ব্রাঞ্চ রোড, আলেকান্দা, ভাটিখানা, সাগরদী, নবগ্রাম রোড, কাউনিয়া, ২৪ ও ২৭ নম্বর ওয়ার্ড, ব্যাপ্টিষ্ট মিশন রোড, নতুনবাজার, হাসপাতাল রোড, রুপাতলী, আমানগতগঞ্জ, লাইনরোড, নিউ সার্কুলার রোড, পিডিব, আমির কুটির, পুলিশ লাইন রোড, চকবাজার এলাকার মোট ৩৪ জন বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে।


এছাড়া বানারীপাড়া ও উজিরপুর উপজেলার ৫ জন বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে।


বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পরপরই নতুন শনাক্ত হওয়া ওই ৫৫ জন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে।


উল্লেখ্য, বরিশাল জেলায় মোট আক্রান্তদের মধ্যে ৪০৫ জন নারী ও ১ হাজার ১০৯ জন পুরুষ রয়েছেন। যাদের মধ্যে শূন্য থেকে ২০ বছর পর্যন্ত ৭৬ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত ১ হাজার ১৫৫ জন এবং পঞ্চাশোর্ধ ২৮৩ জন ব্যক্তি রয়েছেন।


এছাড়া গোটা জেলার মধ্যে এ পর্যন্ত বরিশাল নগরে ১ হাজার ১১৪ জন, সদর উপজেলায় ২৩ জন, বাবুগঞ্জে ৬৪ জন, উজিরপুরে ৬৫ জন, মেহেন্দীগঞ্জে ২৮ জন, বাকেরগঞ্জে ৪১ জন, হিজলায় ১৭ জন, মুলাদীতে ৩৫ জন, বানারীপাড়ায় ৩৮ জন, আগৈলঝাড়ায় ১৫ জন এবং গৌরনদীতে ৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়। মোট আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত জেলায় ২২ জন মৃত্যুবরণ করেছেন, যারমধ্যে বরিশাল নগরে সর্বোচ্চ ৯ জন রয়েছেন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com