শিরোনাম
সিলেটের আরো ১৪৮ জনের করোনা শনাক্ত
প্রকাশ : ২৮ জুন ২০২০, ১০:৩৫
সিলেটের আরো ১৪৮ জনের করোনা শনাক্ত
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেট ওসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরো ১৪৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এরমধ্যে সিলেট জেলার ১১৬ জন এবং সুনামগঞ্জের ৩২ জন।


শনিবার (২৭ জুন) রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন ওসমানীর পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আক্রান্তরা সকলেই সিলেটের এরমধ্যে তিনজন চিকিৎসক রয়েছেন।


অন্যদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা পজিটিভ আসে।শনাক্তদের মধ্যে ৩২ জন সুনামগঞ্জের এবং নয় জন সিলেট জেলার বাসিন্দা।


স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট চার হাজার ২০৬ জন। এরমধ্যে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ২৯৬ জনে এবং সুনামগঞ্জে আক্রান্ত বেড়ে হয়েছে ৯৫৯ জন। এছাড়া নতুন করে আক্রান্তের খবর মিলেনি।


এ দুই জেলার মধ্যে হবিগঞ্জ জেলায় ৫৩৭ জন ও মৌলভীবাজারের ৪১৪ জন আক্রান্ত হয়েছেন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com