শিরোনাম
কিশোরগঞ্জে আরো ৩৬ জনের করোনা শনাক্ত
প্রকাশ : ২৮ জুন ২০২০, ১০:১০
কিশোরগঞ্জে আরো ৩৬ জনের করোনা শনাক্ত
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নতুন আরো ৩৬ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৭৮ জন।


শনিবার (২৭ জুন) দিনগত রাত ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।


ডা. মুজিবুর রহমান জানান, গত শুক্রবার (১৯ জুন) সংগৃহীত নমুনা রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথের (আইপিএইচ) এমপিএমএল ল্যাবে পাঠানো হয়। এরমধ্যে ১২৬ জনের ফলাফল পাওয়া গেছে।


এছাড়াও গত রবিবার (২১ জুন), সোমবার (২২ জুন), বৃহস্পতিবার (২৫ জুন), শুক্রবার (২৬ জুন) ও শনিবার (২৭ জুন) সংগৃহীত নমুনা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো ১৪৪ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। পাশাপাশি কোভিট-১৯ সেন্টিনেল সার্ভিসেস ইন বাংলাদেশ নামে জরিপ কার্যক্রমের আওতায় প্রাপ্ত নমুনার ৯ জনের প্রতিবেদন পাওয়া গেছে।


সবমিলিয়ে নতুন ৩৬ জন ও পুরাতন রোগী ছয় জনের কোভিড-১৯ পজিটিভ এবং ২৩৭ জনের নেগেটিভ এসেছে। আক্রান্তদের ৩৬ জনের মধ্যে ভৈরব উপজেলায় ১৩ জন, কিশোরগঞ্জ সদর উপজেলায় পাঁচজন, বাজিতপুর উপজেলায় পাঁচজন, মিঠামইন উপজেলায় তিনজন, করিমগঞ্জ উপজেলায় দু’জন, কটিয়াদী উপজেলায় দু’জন, ইটনা উপজেলায় দু’জন, হোসেনপুর উপজেলায় একজন, তাড়াইল উপজেলায় একজন, পাকুন্দিয়া উপজেলায় একজন ও কুলিয়ারচর উপজেলায় একজন রয়েছেন। এনিয়ে জেলায় মোট এক হাজার ৩৭৮ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন।


এছাড়া শনিবার (২৭ জুন) গত ২৪ ঘন্টায় ৯৭ জনসহ জেলায় মোট ৬৬৩ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন এবং কিশোরগঞ্জ সদর উপজেলায় একজনসহ জেলায় সর্বমোট ২৩ জন করোনা পজিটিভ রোগী মারা গেছেন। বর্তমানে জেলার ৬৯২ জন ও অন্য জেলা হতে আগত দু’জনসহ মোট ৬৯৪ জন করোনা পজিটিভ রোগী ও ৮ জন রোগী নেগেটিভ/সাসপেক্টটেড আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ৩ জন কোভিট-১৯ পজিটিভ রোগী ভর্তি আছেন। পাশাপাশি জেলায় ৫২ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com