শিরোনাম
গোপালগঞ্জে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১০
প্রকাশ : ২৮ জুন ২০২০, ০৯:০৪
গোপালগঞ্জে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১০
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে নিত্যানন্দ বল্লব (৬৭) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় ১০ জনের মৃত্যু হলো।


শনিবার (২৭ জুন) রাতে চিকিসাধীন অবস্থায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনি মারা যান।


নিহতের বাড়ী জেলার কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়নখানা গ্রামে। রবিবার (২৮ জুন) স্বাস্থ্যবিধি মেনে মরদেহের সৎকার করা হবে।


রাত ১১টার দিকে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


সিভিল সার্জন জানান, গত ৬ জুন নিত্যানন্দ বল্লবকে উন্নত চিকিৎসার জন্য কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়। এর আগে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তবে তার অবস্থার উন্নতি না হওয়ায় পরিবারের লোকজনকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বলা হয়। কিন্তু তারা ঢাকায় নিতে রাজী না থাকায় এখানে তার করোনার চিকিৎসা চলছিলো।


এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হল। এর মধ্যে মুকসুদপুর উপজেলায় ৪ জন, সদর উপজেলায় ২ জন, কাশিয়ানী উপজেলায় ২ জন, টুঙ্গীপাড়া উপজেলায় ১ জন ও কোটালীপাড়ায় ১ জন রয়েছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com