শিরোনাম
শিগগিরই উৎপাদনে আসছে ঘোড়াশাল ও পলাশ সার কারখানা
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৬, ১৫:৩৫
শিগগিরই উৎপাদনে আসছে ঘোড়াশাল ও পলাশ সার কারখানা
শরীফ ইকবাল রাসেল, নরসিংদী
প্রিন্ট অ-অ+

দীর্ঘ ৬ মাস পর গ্যাস সংযোগ পেলো নরসিংদীর ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সার কারখানা।


১৪২২ ও ৩০৫ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন সার কারখানা দুটিতে তিতাসের নির্দেশে গত ৬ অক্টোবর (বৃহস্পতিবার) গ্যাস সংযোগ দেয়া হয়।


ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) মতিউর রহমান জানান, তিতাস কর্তৃপক্ষের নির্দেশে ৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে গ্যাস সংযোগ দেয়া হয়। এরপর থেকেই কারখানার বিভিন্ন অংশ এক এক করে পরীক্ষা করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে বয়লার চালু করা হবে। বয়লার চালু হলেই কারখানার উৎপাদনের মূল প্রক্রিয়া শুরু হবে। আর ইউরিয়া উৎপাদন আসতে ৫/৭দিন সময় লাগতে পারে।


পলাশ ইউরিয়া সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসক) প্রদিপ কুমার মজুমদার বলেন, গ্যাস সংযোগের পর থেকেই পুরোদমে কাজ শুরু করে দিয়েছি। আশা করছি, খুব শিগগিরই উৎপাদন শুরু করা সম্ভব হবে।


গ্যাস সংযোগের কারণে কারখানার শ্রমিকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে বলেও জানান তিনি।


ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুল হক জানান, ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সারকারখানা দুটি কেপিআই মান-১ বিশিষ্ট উচ্চ প্রযুক্তি সম্পন্ন কারখানা। এ কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে কারখানার কিছু মূল্যবান যন্ত্রপাতি ক্ষতিগ্রস্থ হয়ে থাকতে পারে। সেগুলো এখন পরীক্ষা-নীরিক্ষা চলছে, সবকিছু ঠিকঠাক থাকলে অচিরেই উৎপাদন শুরু হবে।


উল্লেখ্য, কৃষি মৌসুমে সেচ সুবিধা বৃদ্ধির জন্য বিদ্যুতের উৎপাদন বাড়াতে বিসিআইসির অধীনস্থ সার কারখানা দুটিতে চলতি বছরের ৩১ মার্চ গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় পেট্রোবাংলা।


বিবার্তা/রাসেল/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com