শিরোনাম
কালভার্ট থাকলেও নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে জনগণ
প্রকাশ : ২৬ জুন ২০২০, ১৭:৩৩
কালভার্ট থাকলেও নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে জনগণ
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরিশালের বাকেরগঞ্জে প্রায় এক বছর আগে ৯৮ লাখ টাকায় কালভার্ট নির্মাণ করা হলেও সংযোগ সড়কের মাটির কাজ না করায় স্থানীয় বাসিন্দারা পড়েছে চরম ভোগান্তিতে।


দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ওই উপজেলার গারুড়িয়া ইউনিয়নের বালি গ্রাম এলাকার তুলাতলি খাল পারাপারে সুবিশাল এই কালভার্ট নির্মাণ করে এলজিইডি বিভাগ।


জানা গেছে, ২০১৯ সালের জানুয়ারি মাসে ৯৮ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান কালভার্টের নির্মাণ কাজ শুরু করেন। জনগুরুত্বপূর্ণ ওই কালভার্টটি নির্মাণের প্রায় এক বছর পেরিয়ে গেলেও কালভার্টের দুইপাশের সংযোগ সড়কের মাটির কাজ না করে ফেলে রাখে।


ওই এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, তাদের চলাচলের সুবিধার্থে কালভার্টটি নির্মাণ করা হলেও দুইপাশের সংযোগ সড়কে দীর্ঘ এক বছরেও মাটির কাজ শেষ করেনি। এর ফলে স্থানীয়দের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। এখন দুই গ্রামের বাসিন্দাদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে খাল পারাপার হতে হয়।


তাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে কালভার্টের দুই পাশে সংযোগ সড়কে ঠিকাদার মাটির কাজ না করে ফেলে রেখেছে। যার ফলে ওই কালভার্ট তাদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন জনস্বার্থে কালভার্টের দুই পাশের সংযোগ সড়কের জরুরি ভিত্তিতে মাটির কাজ করানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন তারা।


এ বিষয়ে জেলা এলজিইডি প্রকৌশলী মো. শরিফ জামাল উদ্দিন বলেন, করোনার কারণে কয়েক মাস কালভার্টের কাজ বন্ধ রেখেছে ঠিকাদার। যার কারণে সংযোগ সড়কের মাটির কাজ করা যায়নি। তবে জনগণের আর যাতে ভোগান্তি না হয়, সেজন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কালভার্টি নির্মাণের মেয়াদকালের মধ্যে এখনও রয়েছে বলেও জানান তিনি।


বিবার্তা/জসিম/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com