শিরোনাম
দিনাজপুরে নদীর পানির বৃদ্ধিতে বন্যার পূর্বাভাস
প্রকাশ : ২৬ জুন ২০২০, ১৫:২৬
দিনাজপুরে নদীর পানির বৃদ্ধিতে বন্যার পূর্বাভাস
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরে গত কয়েকদিনের থেমে থেমে বৃষ্টিপাত ও উজানের ঢলে নেমে আসা পানিতে নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। বিপদসীমা ছুঁই ছুঁই করছে জেলার প্রধান নদ-নদীগুলো। বন্যা পূর্বাভাসের আশংকা করছেন নদী বিশেষজ্ঞরা।


দিনাজপুর আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, গত কয়েকদিন থেমে থেমে বৃষ্টিপাত হওয়ায় প্রায় সাড়ে ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে দিনাজপুরে। আরো বৃষ্টিপাতের আশংকা রয়েছে।


এদিকে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুর রহমান জানিয়েছেন, জেলার নদ-নদীগুলো বিপদসীমা ছুঁই ছুঁই করছে।


তিনি জানান, শুক্রবার (২৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি জেলার বেশ কয়েকটি নদী এবং প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন। আরো বৃষ্টিপাত হলে উজানে নেমে আসা পানিতে বেশ কিছু এলাকা প্লাবিত হওয়া সহ বন্যার আশঙ্কা করেছেন।


তিনি আরো জানান, পুনর্ভবা নদী ৩৩ দশমিক ৫০০ মিটারের বিপরীতে এখন ৩২ দশমিক ৫০ মিটার,ইছামতী ২৯ দশমিক ৯৫ মিটারের বিপরীতে ২৮ দশমিক ২৫ মিটার এবং আত্রাই ৩৯ দশমিক ৬৫০মিটারের বিপরীতে ৩৯ দশমিক ২৫ মিটার অবস্থানে রয়েছে।


দিনাজপুরের বীরগঞ্জ ও কাহারোলের প্লাবিত এলাকাগুলো পরিদর্শন করেছেন, স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।


সরেজমিনে দেখা গেছে,প্লাবিত এলাকা ছেড়ে বীরগঞ্জ গান্ডারা আশ্রয়নের লোকজন পার্শ্ববর্তী একটি স্কুলে আশ্রয় নিয়েছে। পারাপারের সেতুর ওপর দিয়ে পানির স্রোত চলছে।


উপজেলার নিজপাড়া, শতগ্রাম, মরিচা, পলাশবাড়ী,পাল্টাপুর, সুজালপুর ইউনিয়ন সহ ১১টি এবং বীরগঞ্জ পৌরসভা প্লাবিত হয়েছে।
একদিকে বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির ক্লান্তিলগ্নে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় মানুষ চরম বিপাকে পড়েছেন।


বিবার্তা/ শাহী/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com