শিরোনাম
বগুড়ায় পুলিশ-চিকিৎসকসহ করোনা শনাক্ত ১০৯
প্রকাশ : ২৫ জুন ২০২০, ১৬:৪৭
বগুড়ায় পুলিশ-চিকিৎসকসহ করোনা শনাক্ত ১০৯
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে চিকিৎসক, সাংবাদিক ও পুলিশ সদস্যসহ আরো ১০৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।


বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।


বগুড়ায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫১৬ জনে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৮৩ জন। মৃত্যু হয়েছে ৪৩ জনের।


জানা গেছে, নতুন করে আক্রান্ত ১০৯ জনের মধ্যে সদর উপজেলার রয়েছেন ৭৬ জন। এছাড়া শাজাহানপুর উপজেলার ১০ জন, শেরপুর উপজেলার সাতজন, গাবতলী উপজেলার ছয়জন, কাহালু উপজেলার তিনজন, ধুনট উপজেলায় দু’জন, শিবগঞ্জ উপজেলার দু’জন, আদমদীঘি উপজেলার একজন, নন্দীগ্রাম উপজেলার একজন ও সারিয়াকান্দি উপজেলার একজন।


স্বাস্থ্য বিভাগ জানায়, বগুড়ায় নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৭৬ জন, নারী ২৯ জন ও শিশু চারজন।


ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়ায় গত ১ এপ্রিল প্রথম এক ব্যক্তি করোনায় আক্রান্ত হন। তারপর থেকে গত ২৪ জুন পর্যন্ত জেলায় মোট ১৬ হাজার ১৬টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ফলাফল এসেছে ১৩ হাজার ৯৮৪ জনের।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com