শিরোনাম
আশুলিয়ায় অভিনব কায়দায় ভাড়াটিয়াদের সর্বস্ব লুটের অভিযোগ
প্রকাশ : ২৫ জুন ২০২০, ১৫:৩৭
আশুলিয়ায় অভিনব কায়দায় ভাড়াটিয়াদের সর্বস্ব লুটের অভিযোগ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মিষ্টি ও সুস্বাদু পায়েসের সাথে খাইয়ে চেতনানাশক ওষুধ মিশিয়ে প্রায় ১০-১২টি পরিবারের সর্বস্ব লুট করার অভিযোগ উঠেছে জুয়েল দম্পতি নামে এক ভাড়াটিয়ার বিরুদ্ধে। মিষ্টি ও পায়েস খেয়ে শিশুসহ প্রায় ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


গতকাল রাতে আশুলিয়ার মধ্য গাজীরচট (দরগারপাড়) এলাকায় চাঁনমিয়া-হাজেরা খাতুনের মালিকানাধীন তিনতলা বাড়ির নীচতলা ও দোতলায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত জুয়েল দম্পতি পলাতক রয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।


স্থানীয়রা জানায়, গত এক সপ্তাহ আগে পোশাক কারখানায় চাকুরীর কথা বলে জুয়েল দম্পতি এই বাসা ভাড়া নেন, তারপর এই ঘটনা ঘটিয়ে শটকে পড়েন। বাড়ীওয়ালা এই দম্পতির তথ্য ফরম পূরণ না করে বাসা ভাড়া দেন। এতে করে বাড়ীওয়ালা বা অন্য কেউ পলাতক দম্পতির কোন তথ্য দিতে পারেননি। আবাসিক এলাকায় এ ধরণের ঘটনা ঘটায় স্থানীয়দের মাঝে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।এধরণের ঘটনা ঘটায় স্থানীয়রা প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।


এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাভেদ মাসুদ বলেন, অপরাধীদের ধরতে অভিযান চলছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com