শিরোনাম
কুষ্টিয়া ও ভেড়ামারা শহরে লকডাউনের ৮ম দিন চলছে
প্রকাশ : ২৫ জুন ২০২০, ১২:০৮
কুষ্টিয়া ও ভেড়ামারা শহরে লকডাউনের ৮ম দিন চলছে
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে রেড জোন ঘোষিত কুষ্টিয়া ও ভেড়ামারা শহরের ২১টি এলাকা লকডাউন করা হয়েছে। আজ তার ৮ম দিন চলছে।


তবে বিগত দিন লকডাউন ঢিলে ঢালা ভাবে চললেও আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে লকডাউন পুরোপুরি কার্যকরী হয়েছে। এসব এলাকায় ২১ দিন এ লকডাউন চলবে। সকাল থেকে দুই শহরের প্রবেশ মুখে পুলিশ পাহারা বসানো হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে লোকাল বাস সার্ভিস।


এছাড়া অটোরিক্সা ও থ্রিহুইলারসহ অন্যান্য যানবানও চলাচলও বন্ধ রয়েছে। তবে নিত্য পণ্যের দোকান বিকাল ৪টার পর খোলা রাখা যাবে না। এছাড়া সরকারী বেসরকারী অফিস ও নিত্য প্রয়োজনী দ্রব্যের দোকান ছাড়া সব ধরণেল ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে। লকডাউন কার্যক্রর করতে দুই শহরের বিপুল পরিমান পুলিশ কাজ করছে।


এদিকে জেলায় গতকাল বুধবার পর্যন্ত ৪৬১ জন মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৬ জন আর সুস্থ হয়ে উঠেছেন ১২১ জন রোগী।


বিবার্তা/শরীফুল/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com