শিরোনাম
জামালপুরে এলজিইডি ভবনে গ্রিল ভেঙ্গে চুরি
প্রকাশ : ২৪ জুন ২০২০, ১১:২০
জামালপুরে এলজিইডি ভবনে গ্রিল ভেঙ্গে চুরি
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরে সদর উপজেলা এলজিইডি অফিসে গ্রিল ভেঙ্গে দুটি মেশিন চুরির ঘটনা ঘটেছে। এসময় অফিসের গুরুত্বপূর্ণ ফাইলপত্র তছনছ করে দিয়ে গেছে অজ্ঞাতরা।


সোমবার রাতে সদর উপজেলা পরিষদের গ্রাউন্ড ফ্লোরে এলজিইডির অফিসে চুরির ঘটনা ঘটেছে। জামালপুর সদর থানার ওসি মো: সালেমুজ্জামান সদর উপজেলা এলজিইডি অফিসে চুরির খবর নিশ্চিত করেছেন।


চুরির ঘটনায় মঙ্গলবার দুপুরে জামালপুর এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো: রমজান আলী সদর থানায় সাধারন ডায়েরি করেছেন।


রমজান আলী বলেন, সদর উপজেলা এলজিইডি অফিসে গ্রিল ভেঙে চোরেরা অফিসের অভ্যন্তরে ঢুকে স্টিলের আলমারী ও টেবিলের ড্রয়ার ভেঙে অফিসিয়াল গুরুত্বপূর্ণ ফাইল ও কাগজপত্র তছনছ করে ফেলেছে। এছাড়া একটি হুইল মেশিন ও রাস্তা পরিমাপের ডিসিপি মেশিন চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার অফিসে এসে দেখি গ্রিল ভাঙ্গা ও তছনছ হওয়া ফাইলপত্র ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ বিষয়ে সদর থানায় সাধারন ডায়েরি করা হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে।


এদিকে জুন ক্লোজিংয়ের সময় গ্রীল ভেঙ্গে মূল্যবান জিনিসপত্র চুরি না হয়ে আলমারী ও টেবিলের ড্রয়ার ভেঙ্গে গুরুত্বপূর্ণ ফাইলপত্র তছনছ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com