শিরোনাম
নেত্রকোনায় আরো ৭৯ জন করোনা আক্রান্ত
প্রকাশ : ২৪ জুন ২০২০, ০৯:২০
নেত্রকোনায় আরো ৭৯ জন করোনা আক্রান্ত
নেত্রকোনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসে নেত্রকোনায় একদিনে সর্বোচ্চ ৭৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫০ জনে।


মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নেত্রকোনার জমাকৃত নমুনার মধ্যে ২৬৯টি নমুনা পরীক্ষা করা হলে ৭৯ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এদের মধ্যে পূর্বে শনাক্তকৃত ১৩ জনের নমুনা পুনরায় পরীক্ষা করলে আবার তাদের করোনা ধরা পড়ে।


নতুন শনাক্তরা হলেন- জেলার সদর উপজেলার ১৮ জন, মোহনগঞ্জ উপজেলার ১২ জন, মদন উপজেলার ১২ জন, কেন্দুয়া উপজেলার ১০ জন, বারহাট্টা উপজেলার ১০ জন, দুর্গাপুর উপজেলার ৩ জন ও পুর্বধলা উপজেলার ১ জন। এছাড়া পুনরায় করোনা রিপোর্ট পজেটিভ আসা ১৩ জনের মধ্যে জেলার কেন্দুয়া উপজেলার ৯ জন, দুর্গাপুর উপজেলার ২ জন, মোহনগঞ্জ উপজেলার ১ জন এবং পুর্বধলা উপজেলার ১ জন রয়েছেন।


নেত্রকোনার সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ২৩ জুন পর্যন্ত পরীক্ষাগারে প্রেরিত নমুনার সংখ্যা ৬১৬৪টি। তার মধ্যে ৫৬৫৭টির রির্পোট পাওয়া গেছে। জেলায় করোনা শনাক্তকৃত মোট রোগীর সংখ্যা ৪৫০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২২৮ জন এবং মারা গেছেন ৩ জন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com