শিরোনাম
গাজীপুরে করোনায় আক্রান্ত ৩ হাজার ছাড়ালো
প্রকাশ : ২৩ জুন ২০২০, ২১:১৮
গাজীপুরে করোনায় আক্রান্ত ৩ হাজার ছাড়ালো
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গাজীপুরের পাঁচ উপজেলায় করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৩১ জনসহ এ পর্যন্ত জেলায় করোনা রোগী তিন হাজার ১৪ জন। গাজীপুরে করোনায় মারা গেছেন ৩১ জন।


মঙ্গলবার (২৩ জুন) বিকেলে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।


সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৩৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনকে করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে গাজীপুর সদর উপজেলায় ১৬ জন, কালিয়াকৈর উপজেলায় তিনজন, কালীগঞ্জ উপজেলায় নয়জন এবং কাপাসিয়া উপজেলায় তিনজন।


জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, গাজীপুরে এ পর্যন্ত ২১ হাজার ১২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ‌্যে তিন হাজার ১৪ জন করোনায় আক্রান্ত। আক্রান্তদের মধ্যে গাজীপুর সদর উপজেলায় এক হাজার ৯২৬ জন, কালিয়াকৈর উপজেলায় ৩৬৩ জন, শ্রীপুর উপজেলায় ৩০৩ জন, কালীগঞ্জ উপজেলায় ২৪৫ জন এবং কাপাসিয়া উপজেলায় ১৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫০২ জন।


বিবার্তা/আদনান/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com