শিরোনাম
দিনাজপুরে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ
প্রকাশ : ২৩ জুন ২০২০, ১৭:০৬
দিনাজপুরে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর ৬৬পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া দিনাজপুরে দুই শতাধিক শিশু ও গাইনি রোগীদের ফ্রি চিকিৎসা সেবা, মেডিকেল ক্যাম্পেইন, করোনার নমুনা সংগ্রহ ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে।


দিনাজপুর সরকারি কলেজে মঙ্গলবার সকালে ফোর হর্স এর সহযোগিতায় এই ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ৬৬ ডিভিশন ও ফোর হর্স এর লেফটেনেন্ট কর্নেল হাসমত উল্লাহ খান ও ক্যাপ্টেন আরাফাত।


এ সময় লেফটেনেন্ট কর্নেল হাসমত উল্লাহ খান বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে গর্ভবতী মায়েদের হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান ব্যহত হওয়ার আমাদের এই উদ্যোগ পর্যায়ক্রমে এই ক্যাম্পেইন অদুর পাড়া মহল্লায় পৌঁছে দেয়া হবে।


সামাজিক দূরত্ব বজায় রেখে এই চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম নিশ্চিত করা হয়।


বিবার্তা/শাহী/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com