শিরোনাম
মুন্সিগঞ্জের মাঠপাড়া লকডাউন চলছে
প্রকাশ : ২২ জুন ২০২০, ১৫:৪৭
মুন্সিগঞ্জের মাঠপাড়া লকডাউন চলছে
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুন্সীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড পাঠপাড়া এলাকা গত বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত ১২ টা ১ মিনিট থেকে লকডাউন শুরুহয়। আজ লকডাউনের চতুর্থ দিন। বর্তমানে এলাকাটিতে করোনা রোগীর সংখ্যা ১৮ জন। এ মহল্লায় ১০ হাজার লোকজনের বসবাস। এলাকার লোকজনদের খাবারসহ প্রয়োজনীয় জিনিপত্র পৌছে দেয়ার জন্য সেবা কেন্দ্র রয়েছে। ৫ টি পুলিশ বুথ বসানো হয়েছে। তবে শহর জুড়ে এখনো রয়েছে মানুষের অবাধ বিচরন।


গত মঙ্গলবার ১৬ জুন জেলা প্রশাসকের কার্যালয়ে করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী মাঠপাড়া এলাকা রেড জোন্ হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করেন। প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, মাঠপাড়া এলাকা সম্পুর্ন ভাবে লকডাউন করা হয়েছে।


মহল্লা থেকে বেড় হওয়ার ১১টি পয়েন্টকে প্রশাসনের পক্ষ থেকে বাশের ব্যারিকেট দিয়ে আটকে দেয়া হয়েছে। মহল্লাবাসী যারা সরকারি চাকুরীজীবি তাদের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এখানে পুলিশ, আনসার ও যুব রেডক্রিসেন্ট এর সদস্যরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে। নতুন করে ৪৮ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১ হাজার ৮৪৬ জন।


বিবার্তা/তারিকুল/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com