শিরোনাম
রামু সেনানিবাসে বৃক্ষরোপন কর্মসূচি
প্রকাশ : ২১ জুন ২০২০, ১৭:০৭
রামু সেনানিবাসে বৃক্ষরোপন কর্মসূচি
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের রামু সেনানিবাসের নবনির্মিত কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। এসময় মসজিদ প্রাঙ্গনে ১০০টি বিভিন্ন প্রকার ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।


সেনানিবাস সূত্রে জানা যায়, গত ১৭ জুন ২০২০ সেনাবাহিনী প্রধান ভিডিও টেলি কনফারেন্সের মাধ্যমে নবনির্মত রামু সেনানিবাস কেন্দ্রীয় মসজিদের শুভ উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় রবিবার (২১ জুন) মসজিদ প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী, ওএসপি, এডব্লিউসি, পিএসসি। উল্লেখ্য যে, বৃক্ষ রোপন কর্মসূচিতে সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সকল পদবীর সেনাসদস্যরা অংশগ্রহণ করেন।


বিবার্তা/তাহজীবুল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com