শিরোনাম
বগুড়ায় করোনায় দুই সরকারি কর্মকর্তাসহ ৪ জনের মৃত্যু
প্রকাশ : ২১ জুন ২০২০, ১৪:৩১
বগুড়ায় করোনায় দুই সরকারি কর্মকর্তাসহ ৪ জনের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়ায় কর্মরত দুই সরকারি কর্মকর্তা, এক আইনজীবীসহ চারজন মারা গেছেন। শনিবার (২০ জুন) দিবাগত রাত এবং রবিবার (২১ জুন) সকালে তাদের মৃত্যু হয়।


বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. খায়রুল বাশার মোমিন জানান, বগুড়া প্রত্নতত্ত্ব অধিদফতরের আঞ্চলিক সহকারী পরিচালক মজিবুর রহমান (৫৮) করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি গত রাতে মারা গেছেন। বগুড়ার আইনজীবী মো. এমাজউদ্দীন (৬২) করোনায় আক্রান্ত হয়ে কয়েক দিন হাসপাতালের আইসিইউতে ছিলেন। তিনিও গত রাতে মারা যান।


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন থাকা শিক্ষক সাফিউল আলম (৫৯) সকাল সোয়া ৮টার দিকে মারা যান। সাফিউল আলম বগুড়ার গাবতলী উপজেলার হামিদপুর এলাকার বাসিন্দা। তার মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেছেন ডা. খায়রুল বাশার মোমিন।


আবাসিক মেডিকেল অফিসার ডা. মোমিন বলেন, মৃতদেহগুলো জীবাণুমুক্ত করে দাফনের জন্য নিজ নিজ এলাকায় পাঠানো হয়েছে।


এদিকে, বগুড়ার টিএমএসএসের রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন আরেক সরকারি কর্মকর্তা প্রকৌশলী সালাহ উদ্দিন (৫৪) সকাল ৮টার দিকে মারা যান।


এই হাসপাতালের দায়িত্বে থাকা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) উপনিবাহী পরিচালক ডা. মতিউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রকৌশলী সালাহ উদ্দিন কোভিড-১৯ রোগে আক্রান্ত ছিলেন। তিনি শহরের জলেশ্বরীতলা এলাকায় বসবাস করতেন। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫ জনে।


বিবার্তা/আদনান/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com