শিরোনাম
লামায় বন্যা কবলিতদের রান্না করা খাবার দিলো সেনাবাহিনী
প্রকাশ : ২০ জুন ২০২০, ১৫:৩২
লামায় বন্যা কবলিতদের রান্না করা খাবার দিলো সেনাবাহিনী
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের লামা উপজেলায় বন্যা কবলিত আশ্রিত মানুষের হাতে রান্না করা খাবার তুলে দিয়েছেন আলীকদম সেনাবাহিনীর জোন কমান্ডার লে. কর্ণেল মঞ্জুর হাসান পিএসসি।


শনিবার (২০ জুন) দুপুরে লামা আদর্শ বালিকা বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আশ্রিত ১২৫ নারী পুরুষে হাতে এ খাবার তুলে দেন তিনি।


খাবার তুলে দেয়ার সময় জোন কমান্ডার লে. কর্ণেল মঞ্জুর হাসান পিএসসি বলেন, মাতামুহুরি ভাটি অঞ্চলের অধিবাসীরা বর্ষা মৌসুমে বন্যাসহ পাহাড় ধসের মত দুর্যোগের শিকার হন। সুতরাং নিন্মাঞ্চল ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা প্রবল বর্ষণের সময় সতর্কতাসহ নিরাপদে আশ্রয় নিতে হবে।


তিনি আরো বলেন, বিরাজমান প্রেক্ষাপটে বৈশ্বিক ব্যাধি করোনাভাইরাস নিয়ে কেউ আতংকিত না হয়ে সচেতন হোন। যেহেতু রোগটির ওষুধ এখনো আবিস্কার হয়নি, সেহেতু বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে চলাটাই হলো সংক্রমন এড়ানোর একমাত্র ওষুধ।


এ সময় সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আকিফ, লামা সাব জোন কমান্ডার ক্যাপ্টেন মর্তুজা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, সুবেদার মেজর এস এম শাহাব উদ্দিন, থানার ওসি মো. মিজানুর রহমান, জোন সেনাবাহিনীর জিসিও ইহসান, সাংবাদিক রুহুল আমিন, প্রেসক্লারে সাধারণ সম্পাদক মো.কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত মঙ্গলবার দিনগত রাত থেকে একটানা প্রবল বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা সৃষ্ট পাহাড়ি ঢলের পানিতে লামা পৌরসভা এলাকার নিম্নাঞ্চলে অবস্থিত ঘরবাড়ি প্লাবিত হয়। এর মধ্যে ১২৫ জন আদর্শ বালিকা বিদ্যালয়ে আশ্রয় নেয়।


বিবার্তা/আরমান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com