শিরোনাম
কক্সবাজারে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
প্রকাশ : ২০ জুন ২০২০, ১৫:১৫
কক্সবাজারে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের রামু থেকে ১ লাখ ৮০ হাজার ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার পুলিশ (ডিবি)।


শুক্রবার (২০ জুন) রাতে এ অভিযান চালানো হয়। এসময় জব্দ করা হয়েছে একটি মোটর সাইকেল।


আটককৃতরা হলো, বান্দরবানের আলীকদম ইউনিয়নের আমতলী এলাকার আবদুল মোতালেবের ছেলে আব্দুর রশিদ (২৬), উখিয়ার কুতুপালং ক্যাম্পের মকতুল হোসেনের ছেলে এনামুল হাসান (২২) ও বান্দরবানের দোছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি এলাকার মৃত মোহাম্মদ ইসলামের স্ত্রী মাহমুদা বেগম (৪১)।


অভিযানে ৫ জন আসামি পালিয়ে গেছে। এরা হলো, আনোয়ার সাদেক (২৪), মো. নবী (৩৬), মো. শাহাজান (৩৯), নুর আলম (৪১) ও কামাল (২৬)।


কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া জানান, ইয়াবা পাচারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে শুরুতে রামুর পূর্ব কাউয়ার খোপ এলাকার আল্লাহর দান ষ্টোরের সামনে রাস্তার উপর মোটর সাইকেলে ২ জন লোক রামু বাইপাসের দিকে যাওয়ার সময় তল্লাশী চালানো হয়। ওই সময় ওই ২ জনের কাছ থেকে ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়।


পরে তাদের দেয়া তথ্য মতে কচ্ছপিয়া ইউনিয়নের আনোয়ার সাদিকের বাড়ি অভিযান চালানো হয়। ওখানে আরো এক লাখ পিস ইয়াবাসহ আটক করা হয় আনোয়ার সাদিকের মা মাহমুদা বেগমকে।


তিনি জানান, এ ব্যাপারে মামলা করে আটকদের রামু থানায় সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।


বিবার্তা/তাহজীবুল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com