শিরোনাম
করোনায় আরো এক চিকিৎসকের মৃত্যু
প্রকাশ : ২০ জুন ২০২০, ১৫:০৬
করোনায় আরো এক চিকিৎসকের মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (শিশু বিভাগ) ডা. মুজিবুর রহমান রিপন মারা গেছেন।


শনিবার (২০ জুন) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভেন্টিলেশনে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, ডা. মুজিবুর রহমান রিপন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ৩ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় দুইবার করোনা পরীক্ষায় তার নেগেটিভ ফল আসে। কিন্তু গত ১৬ জুন তৃতীয় পরীক্ষায় আবার তার করোনা পজিটিভ ফল আসে। শারীরিক অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে হাসপাতালের ভেন্টিলেশনে নেয়া হয়।


এফডিএসআরের হিসাব অনুযায়ী, করোনায় এ পর্যন্ত ৪২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ছয়জন চিকিৎসক।


দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৭৭৫ জন। মারা গেছেন ১ হাজার ৪২৫ জন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com