শিরোনাম
সিলেটে করোনা আক্রান্ত আরো ৯৪
প্রকাশ : ২০ জুন ২০২০, ১১:৪৪
সিলেটে করোনা আক্রান্ত আরো ৯৪
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটের দুই ল্যাবে নমুনা পরীক্ষায় আরো ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সিলেটে ৬১ জন এবং সুনামগঞ্জের ৩৩ জন রয়েছেন।


শুক্রবার (১৯ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৬১ জন শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন।


এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ল্যাবে আরও ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।


স্বাস্থ্য অধিদফতর সিলেটের তথ্যমতে, এনিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯৮৫ জনে। এরমধ্যে সিলেট জেলায় এক হাজার ৭০১ জন, সুনামগঞ্জে ৭৮৭জন, হবিগঞ্জ জেলায় ২৬৫ এবং সুনামগঞ্জ জেলায় ২২৯ জন রয়েছেন।


এছাড়া এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৪ জন এবং সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে ৪ জন করে মারা গেছেন। বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৩৮ জন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com