শিরোনাম
চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে ফিলিপাইন নাগরিকের মৃত্যু
প্রকাশ : ২০ জুন ২০২০, ০৯:৫২
চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে ফিলিপাইন নাগরিকের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রুয়েল ই কাতান (৫০) নামে ফিলিপাইনের এক নাগরিকের মৃত্যু হয়েছে।


শুক্রবার (১৯ জুন) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মারা যান। ফিলিপাইনের নাগরিক গত ৮ বছর ধরে কাজের সূত্রে চট্টগ্রামে ছিলেন।


জানা গেছে, রুয়েল ই কাতান গত ৪ জুন করোনা ভাইরাসের নমুনা দিলেও পরীক্ষার ফলাফল পাননি। তিনি চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠা-নামায় নিয়োজিত সাইফ পাওয়ার টেকের শিপ প্ল্যানার পদে কর্মরত ছিলেন।


চট্টগ্রামস্থ ফিলিপাইন কন্স্যুলেট জেনারেলের চীফ অফ স্টাফ শেখ হাবিবুর রহমান জানান, চলতি জুন মাসের শুরু থেকে রুয়েল এস্ত্রেলা কাতান জ্বরও এবং শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। এর মাঝে তাকে নগরীর কয়েকটি ক্লিনিকে ভর্তির চেষ্টা করা হয়েছিল। কিন্তু করোনার উপসর্গ থাকায় তাকে প্রাইভেট কোনো ক্লিনিক ভর্তি করাতে রাজি হয়নি।


পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৩ জুন তার করোনার নমুনা নেয়া হয়েছিলো। কিন্তু এখন পর্যন্ত সেই নমুনার কোনো রিপোর্ট পাওয়া যায়নি। ফিলিপাইনের এই নাগরিক গত ছয় বছরের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল অপারেটর প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেকের শিপ প্ল্যানার হিসাবে কর্মরত ছিলেন। তার বাসা ছিলো নগরীর হালিশহর এলাকায়।


চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা.আফতাবুল ইসলাম বলেন, গত ১৬দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার করোনার উপসর্গ ছিলো। নমুনা ঢাকায় পাঠানো হয়েছে, তবে ফলাফল এখনও আসেনি।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com