শিরোনাম
চট্টগ্রামে করোনা আক্রান্ত আরো ১৪৮
প্রকাশ : ১৯ জুন ২০২০, ১২:৫৭
চট্টগ্রামে করোনা আক্রান্ত আরো ১৪৮
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৪৮ জন। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯১১ জনে।


শুক্রবার (১৯ জুন) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


এতে জানানো হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১২টি নমুনা পরীক্ষা করে ৩৪ জন, বিআইটিআইডি ল্যাবে ২৭৯টি নমুনা পরীক্ষা করে ২৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১১০টি নমুনা পরীক্ষা করে ৬১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৪টি নমুনা পরীক্ষা করে ২৪ জন এবং ইম্পেরিয়াল হাসপাতালে ল্যাবে ৯৬টি নমুনা পরীক্ষা করে ৬ জন করোনা পজেটিভ শনাক্ত হয়।


তবে এইদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।।


সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মোট ৭২১টি নমুনা পরীক্ষা করা হয় চট্টগ্রামের ৫টি ল্যাবে। এতে ১৪৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম নগর এলাকায় ৯৪ জন এবং বিভিন্ন উপজেলায় ৫৪ জন। এইদিন নতুন করে মৃত্যু হয়েছে ৫ জনের এবং হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com