শিরোনাম
কুষ্টিয়া জেলার ১৮টি রেড জোনে চলছে ঢিলেঢালা লকডাউন
প্রকাশ : ১৮ জুন ২০২০, ১৮:৩৮
কুষ্টিয়া জেলার ১৮টি রেড জোনে চলছে ঢিলেঢালা লকডাউন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়া জেলার অধিক করোনা কবলিত ১৮টি রেড জোনে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে লকডাউন কার্যক্রম শুরু হয়েছে। এসব এলাকায় আগামী ২১ দিন এ লকডাউন চলবে।


লকডাউনের শুরু থেকেই অধিকাংশ এলকায় ঢিলে ঢালাভাব রয়েছে। অন্যান্য দিনের মত স্বাভাবিক রয়েছে শহরের অধিকাংশ লকডাউন ঘোষিত এলাকা।


তবে কুষ্টিয়া পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের হাউজিং ডি, এ ও বি ব্লক এবং ভেড়ামারা পৌর এলাকার নওদাপাড়া ও ষোলদাগ এলাকার বেশ কয়েকটি রাস্তার প্রবেশমুখে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরী করা হয়েছে, যাতে ওই এলাকায় কেউ বাইরে থেকে প্রবেশ বা বাইরে বের না হতে পারে। একই সঙ্গে ওই এলাকায় ওষুধের দোকান ছাড়া সব ধরণের দোকান ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।


কুষ্টিয়া সদর ও ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তারা জনিয়েছেন, আজকের মধ্যেই রেড জোন ঘোষিত সবগুলো এলাকায় একই ধরণের ব্যবস্থা নেয়া হবে। তবে এসব পরিবারে নিত্যপ্রয়োজীয় দ্রব্যের যোগানের ব্যবস্থা করা হবে।


বিবার্তা/শরীফুল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com