শিরোনাম
কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত
প্রকাশ : ১৮ জুন ২০২০, ১৮:১৮
কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উজানের ঢল এবং কয়েকদিনের বৃষ্টিপাতে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, গঙ্গাধর ও দুধকুমারসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।


পানি উন্নয়ন বোর্ড সুত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ধরলায় শূণ্য দশমিক ৬৪ সেন্টিমিটার, দুধকুমারে শূণ্য দশমিক ২৮ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রে শূণ্য দশমিক ২৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।


পানি বৃদ্ধি পাওয়ায় নদীর অববাহিকার চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার গ্রামীণ সড়ক ডুবে গেছে। নিমজ্জিত হয়েছে পাট, ভুট্টা, সবজি ক্ষেত ও বীজতলা। নষ্ট হয়ে গেছে আউশ ধান ও কাউন। পানি বৃদ্ধি পাওয়ায় কয়েকটি এলাকায় নদ-নদীর ভাঙন বেড়েছে।


পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: আরিফুল ইসলাম জানান, পানি বাড়লেও আপাতত বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই। ভাঙন প্রবণ এলাকাগুলো মনিটরিং করা হচ্ছে।


বিবার্তা/সৌরভ/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com