শিরোনাম
কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত
প্রকাশ : ১৭ জুন ২০২০, ১৯:২৭
কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমারসহ সবকটি নদ-নদীর পানি বাড়ছে। ধরলা নদীর পানি গত ২৪ ঘন্টায় অস্বাভাবিকহারে বৃদ্ধি পাওয়ায় নদীর অববাহিকার চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়েছে।


পানি উন্নয়ন বোর্ড সুত্র জানায়, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা) ধরলায় ১১৪ সেন্টিমিটার, তিস্তায় ১০ সেন্টিমিটার, দুধকুমারে ৯ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রে ১১ সেন্টিমিটার পানি বেড়েছে।


চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়ে এলাকার গ্রামীণ সড়ক ডুবে গেছে। নিমজ্জিত হয়েছে পাট, ভুট্রা, সবজি ক্ষেত ও বীজতলা। কয়েকটি এলাকায় নদ-নদীর ভাঙন বেড়েছে। রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কামারপাড়ায় ধরলার ভাঙনে বুধবার দুটি বাড়ি বিলীন ও আরো ৮টি বাড়ি হুমকির মুখে পড়েছে।


এছাড়া সদর উপজেলার সারডোব এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধস দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য বাকিনুর রহমান। রাজারহাটের ছিনাই ইউনিয়নের জয়কুমরে কাঁচা রাস্তা, সবজি ও পাটক্ষেত ডুবে গেছে।


পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, পানি বাড়লেও আপাতত বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা নেই। ভাঙনপ্রবণ এলাকাগুলো মনিটরিং করা হচ্ছে।


বিবার্তা/সৌরভ/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com