শিরোনাম
কুড়িগ্রামে কর হ্রাসের দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন
প্রকাশ : ১৭ জুন ২০২০, ১৮:০৭
কুড়িগ্রামে কর হ্রাসের দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রস্তাবিত বাজেটে দেশীয় ব্রান্ডের তামাকজাত পণ্যের উপর কর বাড়ানোর প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন করেছে বিডি-সিগারেট কোম্পানির শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারিরা।


বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম ত্রিমোহনী গোলচত্বরে প্রায় দুই শতাধিক শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারিরা মানববন্ধনে অংশ নেয়।


ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, লালমনিরহাট বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ আলম প্রমুখ।


এসময় শ্রমিকরা বলেন, বিদেশী তামাকজাত ব্রান্ডের দাম কম বাড়িয়ে দেশীয় তামাকজাত পণ্যের মূল্য অস্বাভাবিকহারে বাড়ানো হয়েছে। এর ফলে মালিকদের পাশাপাশি ক্ষতির মুখে পড়বে শ্রমিকরা। উদ্ভুদ পরিস্থিতিতে আয়ের পথ রুদ্ধ হয়ে গেলে পথে বসবে শ্রমিকরা।


এসময় প্রধানমন্ত্রীর ২০১৭-১৮ অর্থবছরে দেশীয় ব্রান্ডের বিড়ি সিগারেটের পৃথক মূল্য নির্ধারণের নির্দেশনা বাস্তবায়নের দাবি জানানো হয়। পাশাপাশি নিম্নস্লাবের সিগারেট উৎপাদনে শতভাগ দেশীয় মালিকানাধীন কোম্পানীর জন্য রিজার্ভের দাবি জানানো হয়।


বিবার্তা/সৌরভ/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com