শিরোনাম
গৌরীপুরে দাঁতের চিকিৎসা করতে গিয়ে স্বামী স্ত্রী করোনা আক্রান্ত
প্রকাশ : ১৬ জুন ২০২০, ১৮:৪৩
গৌরীপুরে দাঁতের চিকিৎসা করতে গিয়ে স্বামী স্ত্রী করোনা আক্রান্ত
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহ গৌরীপুরে দাঁতের চিকিৎসা করতে যাওয়ার পর স্বামী-স্ত্রী দুজনই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও একই দিনে আরো দুজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।


সোমবার বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহের জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এবিএম মসিউল আলম।


এ নিয়ে গৌরীপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন মাত্র দুজন।


নতুন করে গৌরীপুরে করোনা আক্রান্ত চারজনের মধ্যে রামগোপাল ইউনিয়নের দামগাঁও গ্রামের স্বামী-স্ত্রী রয়েছেন। অন্য দুজনের একজন সহনাটী ইউনিয়নের রাইশিমুল গ্রামের এবং আরেকজন সিধলা ইউনিয়নের সিধলার বাসিন্দা।


গৌরীপুরউপজেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মুহাম্মদ রবিউল ইসলাম জানান, এ পর্যন্ত গৌরীপুরে ২৮৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ১৭ জনের রিপোর্ট এখন পর্যন্ত পাওয়া যায়নি।


ময়মনসিংহের জেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, ময়মনসিংহে একদিনে আক্রান্ত ১১৮ জন।


তাদের মধ্যে র‌্যাব-১৪ ময়মনসিংহে ১০, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর উপজেলায় ৫২, ঈশ্বরগঞ্জের ১৭, মুক্তাগাছায় ১৪, নান্দাইলে আট, হালুয়াঘাটে নয়, গৌরীপুরে চার, ভালুকায় নয় ও ফুলবাড়িয়ায় তিনজন।


রামগোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান আবদুল্লাহ্ আল আমিন জনি জানান, করোনা পজিটিভ রিপোর্ট আসা স্ত্রী কানিজ ফাতেমা ও তার স্বামী তফাজ্জল হোসেন আইসোলেশনে রয়েছেন।


ওই দম্পতি গৌরীপুরে দাঁতের চিকিৎসা করাতে যান। এর পর থেকেই তাদের শারীরিক সমস্যা দেখা দেয়। দাঁতের চিকিৎসা করতে এসে করোনা পজিটিভ হওয়ার বিষয়টি পরিবার তাকে নিশ্চিত করেছে।


বর্তমানে তারা আইসোলেশনে রয়েছেন বলে জানান চেয়ারম্যান আবদুল্লাহ আল আমিন জনি।


বিবার্তা/কবির/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com