শিরোনাম
সিলেটে আরো ৩৯ জন করোনায় আক্রান্ত
প্রকাশ : ১৬ জুন ২০২০, ০৮:১৭
সিলেটে আরো ৩৯ জন করোনায় আক্রান্ত
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটে আরো ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা।


সোমবার (১৫ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে, জেলায় মোট আক্রান্ত হয়েছেন এত হাজার ৪৫২ জন। আর বিভাগে সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৪৪৫ জন।


সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, সোমবার পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে সিলেট নগরীর ডা. সামসুদ্দিন হাসপাতালে ১৯ জন, ওসমানী মেডিকেল কলেজের ১৪ জন, সরকারের একটি বিশেষ বাহিনীর চারজন, রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও সিভিল সার্জন কার্যালয়ে একজন করে।


সোমবার সকাল আটটা পর্যন্ত সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ৪১৩ জন। রাতে নতুন ৩৯ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন এখন হাজার ৪৫২ জন।


নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে দুই হাজার ৪৫ জনের। এরমধ্যে সিলেট ছাড়া সুনামগঞ্জে ৫৬৩ জন, হবিগঞ্জে ২৩৯ জন ও মৌলভীবাজারে ১৯১ জন আক্রান্ত রয়েছেন। আর নতুন করে ছয়জনসহ বিভাগে মারা গেছেন ৫৪ জন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com