শিরোনাম
করোনা প্রতিরোধে কুড়িগ্রাম পুলিশের সচেতনতামূলক কার্যক্রম
প্রকাশ : ১৩ জুন ২০২০, ২২:৫২
করোনা প্রতিরোধে কুড়িগ্রাম পুলিশের সচেতনতামূলক কার্যক্রম
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কুড়িগ্রাম পুলিশ বিভাগ মহাসড়কে চলমান পরিবহনগুলোতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে।


শনিবার সকাল সাড়ে ৯টায় কুড়িগ্রাম শহরের জিরো পয়েন্ট শাপলা চত্বরে কার্যক্রম শুরু করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।


এসময় সদর থানার ওসি মাহ্ফুজার রহমান, ট্রাফিক সার্জেন এ কে এম বানিউল আনাম, জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর বকসী ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল ইসলাম সরদার উপস্থিত ছিলেন।


করোনা প্রতিরোধে দূর পাল্লার পরিবহনগুলোতে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী পরিবহন করা হয় এজন্য ক্যাম্পেইনের পাশাপাশি লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। সেই সাথে ফিটনেসবিহিন গাড়ি, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা তা যাচাই করা হয়। এ অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।


বিবার্তা/সৌরভ/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com