শিরোনাম
ফুলবাড়ীতে সেপটিক ট্যাংকে পড়ে ২ জনের মৃত্যু
প্রকাশ : ১২ জুন ২০২০, ১৫:৫০
ফুলবাড়ীতে সেপটিক ট্যাংকে পড়ে ২ জনের মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একটি বাড়িতে কাজ করার সময় নির্মানাধীন সেপটিক ট্যাংকের গর্তে পড়ে দু’জনের মৃত্যু হয়েছে।


শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বালাটারী গ্রামের অনন্তপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে রাজমিস্ত্রি আল আমিন এবং গঙ্গারহাট এলাকার সাহেব আলীর ছেলে সুজন।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার কাশিপুর ইউনিয়নের গঙ্গারহাট এলাকার প্রভাষক আব্দুল আউয়ালের বাড়ীতে আধা পাকা ঘরের কাজ চলছিলো। ঘরের ভেতর নির্মানাধীন সেপটিক ট্যাংকের অন্তত ২০ ফিট গর্ত খুড়ে ট্যাংকটি ঢেকে রাখা ছিল কাঠ ও বস্তা দিয়ে।


শুক্রবার রাজমিস্ত্রিরা কাজ করার সময় অসাবধানতাবশত সেপটিক ট্যাংকের গর্তে পড়ে যায় রাজমিস্ত্রী আল আমিন। অন্যান্য রাজমিস্ত্রিরা চিৎকার দিলে স্থানীয় যুবক আল আমিন তাকে উদ্ধারে গর্তে নামে পড়ে দুজনই অসুস্থ্য হয়ে পড়ে।


খবর পেয়ে নাগেশ্বরী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে প্রায় আধা ঘন্টা অভিযান চালিয়ে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।


নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইমন মিয়া জানান, খবর পেয়ে প্রায় আধা ঘন্টার অভিযানে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের মৃত ঘোষণা করেন।


ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) নবীউল হাসান জানান, দুজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তাদের পরিবারের লোকজন আসলে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/সৌরভ/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com