শিরোনাম
ঝিনাইদহকে গ্রীন জোন ঘোষণার পরদিনই ৫ জনের করোনা শনাক্ত
প্রকাশ : ০৮ জুন ২০২০, ২০:০৭
ঝিনাইদহকে গ্রীন জোন ঘোষণার পরদিনই ৫ জনের করোনা শনাক্ত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহ জেলাকে গ্রীন জোন ঘোষণার একদিন পর নতুন করে আরো ৫ করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬০ জনে।


সোমবার (৮ জুন) সকালে ২৮ নমুনা পরীক্ষার ফলাফল আসে। তাতে ৫ জনের পজিটিভ এসেছে।


ঝিনাইদহ সিভিল সার্জনের কার্যালয়ের মূখপাত্র ডা. প্রসেনজিত বিশ্বাস পার্থ জানান, সোমবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২৭ টি এবং পরে খুলনা থেকে আরো একটি নমুনা পরীক্ষার ফলাফল আসে। তাতে মোট ৫টি পজিটিভ আর ২৩টি নেগেটিভ এসেছে।


নতুন আক্রান্তদের ১ জনের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলায়, ১ জনের হরিণাকুন্ডূ উপজেলায় এবং বাকী ৩ জনের বাড়ি কালীগঞ্জ উপজেলায়। এর মধ্যে ৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বাকীরা চিকিৎসাধীন।


ঝিনাইদহ জেলাকে গ্রীন জোন ঘোষণার একদিন পরেই আক্রান্তের সংখ্যা বেশি কেন? এমন প্রশ্নের জবাবে ডা. প্রসেনজিত বিশ্বাস পার্থ বলেন, অফিসিয়ালি ভাবে আমরা এমন কোন প্রজ্ঞাপন পায়নি। সোস্যাল মিডিয়ায় বা পত্র-পত্রিকায় দেখেছি। তবে এখন পরীক্ষা বেশি হচ্ছে এই কারণে আক্রান্তের সংখ্যা বেশি পাওয়া যাচ্ছে।


বিবার্তা/কোরবান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com